B

Saturday, April 12, 2025

💕 "চিঠির পাতায় প্রেম" 💕"Love on the pages of letters"💕"

💕 "চিঠির পাতায় প্রেম" 💕Love on the pages of letters"💕" নাম তার ইশরাত। ঢাকার ব্যস্ত জীবনের এক ঘরোয়া মেয়ে। বই পড়া আর চা খাওয়া ছিল তার প্রিয় অভ্যাস। সে প্রতিদিন বিকেলে বাসার ছাদে বসে বই পড়ত, যেন শহরের কোলাহলে একটা ছোট্ট নির্জন জায়গা খুঁজে পেয়েছে। আর একপাশে ছিল নিলয়। ছেলেটা নতুন এসেছে পাশের ফ্ল্যাটে, বিশ্ববিদ্যালয়ে পড়ে—লিটারেচার ডিপার্টমেন্টে। ছাদে ইশরাতকে প্রায়ই দেখা যেত, চুপচাপ বই হাতে। একদিন হঠাৎ করে নিলয়ের ছাদে উড়ে এলো একটা কাগজের বিমান। কৌতূহল বশত ইশরাত সেটা কুড়িয়ে নিল, খুলে দেখল—একটি ছোট্ট চিঠি: "আপনার পড়া বইয়ের নামটা কী? দূর থেকে দেখলে খুব ইন্টারেস্টিং লাগে। – একজন পাঠক।" ইশরাত প্রথমে হেসে ফেলল। মনের মধ্যে একরকম কৌতূহল জাগল, সাথে এক চিলতে হাসিও। পরের দিন উত্তর লিখে সে-ও একটুকরো কাগজে বাঁধিয়ে উড়িয়ে দিল। এভাবেই চলতে থাকল তাদের "চিঠির প্রেম"। কোনো কথা নয়, শুধু প্রতিদিন বিকেলের আকাশে উড়ে যেতো চিঠির বিমানে লেখা কিছু অনুভব, কিছু কৌতূহল, আর আস্তে আস্তে ভালোবাসার ইঙ্গিত। শেষ পর্যন্ত একদিন ইশরাত লিখল, "এই আকাশের নিচে আর চিঠির ভাঁজে না, এবার সরাসরি দেখা করি? ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায়, আজ বিকেল পাঁচটায়?" নিলয় এল। দুজন মুখোমুখি বসে এক কাপ চায়ে গল্প জুড়ে দিল। চিঠির পাতার সেই প্রেম এবার বাস্তবের রঙ পেল। 💕"Love on the pages of letters"💕" Her name is Ishrat. A homely girl from the busy life of Dhaka. Reading books and drinking tea were her favorite habits. She would sit on the roof of her house and read books every afternoon, as if she had found a small secluded place in the hustle and bustle of the city. On one side was Niloy. The boy had just moved into the flat next door, studying at the university—in the literature department. Ishrat was often seen on the roof, quietly with a book in hand. One day, a paper airplane suddenly flew onto Niloy's roof. Out of curiosity, Ishrat picked it up, opened it, and saw—a small letter: "What is the name of the book you are reading? It looks very interesting from a distance. – A reader." Ishrat laughed at first. A kind of curiosity arose in her mind, along with a faint smile. The next day, he wrote a reply, tied it up in a piece of paper, and blew it up. And so their "love letter" continued. Nothing, just a few feelings, some curiosity, and a hint of love written on the letter plane would fly into the afternoon sky every day. Finally, one day, Ishrat wrote, "Let's meet face to face, not under this sky, in the folds of letters. In the cafeteria on campus, today at five in the afternoon?" Niloy came. The two sat face to face and shared stories over a cup of tea. The love on the pages of letters now took on a real color.

No comments:

Post a Comment

“শেষটা এমনি”

“শেষ চিঠি” ছোট্ট এক নদী-ঘেরা শহর। নদীর নাম শীতলেশ্বরী। এই শহরে বসবাস করে দুই প্রাণ – আরিজ ও মায়া। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, ...